বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৯, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানদের দুই ঘণ্টার বৈঠক হয় বলে জানান প্রেস সচিব।

নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

প্রেস সচিব জানান, প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলা বিষয়ক যতো প্রস্তুতি, নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন।

তিনি বলেন, এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন, আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন মেম্বার অব সিকিউরিটি ফোর্সেস- পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে তাদের নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন।

ব্রিফিংয়ে নির্বাচনে ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের আলাদা ভোটার তালিকা করার এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ করার নির্দেশনাসহ ঝুঁকিপূর্ণ প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্রে সর্বমোট পাঁচ লাখ ৭০ হাজার আনসার, এক লাখ ৪১ হাজার পুলিশ সদস্যদের নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা ডিসেম্বরের মধ্যেই দিতে হবে বলে জানান প্রেস সচিব।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী কোথায়, কীভাবে ডেপ্লয়েড হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ৪৭ হাজার ভোটিং কেন্দ্র আছে। তার মধ্যে ১৬ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানে কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশের বডি ক্যামেরা ও প্রত্যেকটা ভোটকেন্দ্র সিসিটিভি রাখার যাবতীয় কাজ ও প্রশিক্ষণ দিতে বলা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কীভাবে প্রস্তুত করা যায়, সে ব্যাপারে নির্দেশনা এসেছে বলেও জানান প্রেস সচিব।

এবারের নির্বাচনে পুলিশ সাত দিনের জন্য ডেপ্লয়েড করার আলোচনা হয়েছে। তাছাড়া নির্বাচনের আগে ডিসি, এসপি, টিএনওদের রিশাফল করাসহ বিগত সময়ের প্রিজাইডিং অফিসারদেরকেও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র যা বলেছে তাতে বিএনপির আশাবাদী হওয়ার কিছু নেই: কাদের

বাংলাদেশে ১৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলো ভুটান

বিএনপির ২২ দলীয় জোটের মধ্যে তালেবানও আছে : তথ্যমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭

গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় পিছু হটল বিএসএফ

ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে, জানাল ভারত

প্রধানমন্ত্রীর অনুশাসনসহ সব নির্দেশ অকার্যকর

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ প্রসঙ্গে যা বলছে সরকার

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা