শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

চীন বাঁধ নয় ‘ওয়াটার বোমা’ তৈরি করছে : অরুণাচলের মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর (ব্রহ্মপুত্র) ওপর যে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে, সেটিকে ‘ওয়াটার বোমা’ বা ‘জলের বোমা’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি দাবি করেন, এই বাঁধ কেবল অরুণাচল নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, চীন যদি হঠাৎ করে ওই বাঁধ থেকে পানি ছেড়ে দেয়, তাহলে আমাদের সিয়াং উপত্যকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আদি জনগোষ্ঠী ও অন্যান্য উপজাতির জীবন সেখানে বিপর্যস্ত হয়ে পড়বে।

দালাই লামার ৯০তম জন্মদিন উদ্‌যাপন শেষে ধর্মশালা থেকে ফেরার পথে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাণ্ডু বলেন, অরুণাচল প্রদেশের তিব্বতের সঙ্গে প্রায় ১২০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, চীনের সঙ্গে নয়। ইতিহাসের নিরিখে আমরা তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করেছি, চীনের সঙ্গে নয়। হ্যাঁ, সরকারিভাবে তিব্বত এখন চীনের দখলে, কিন্তু আমাদের ঐতিহাসিক সীমান্ত তিব্বতের সঙ্গেই।

তিনি আরও জানান, অরুণাচল তিনটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে- প্রায় ১৫০ কিলোমিটার ভুটানের সঙ্গে, পূর্বে প্রায় ৫৫০ কিমি মিয়ানমারের সঙ্গে ও কেন্দ্রে তিব্বতের সঙ্গে।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে অরুণাচল প্রদেশ ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ নামক একটি প্রতিরক্ষামূলক জল প্রকল্প হাতে নিয়েছে, যাতে চীনের জলনীতির ফলাফল সামলানো যায়। চীনকে বোঝানো সম্ভব নয়, তাই আমাদের নিজেদের প্রস্তুতি ও প্রতিরক্ষার দিকেই মনোযোগ দিতে হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

সর্বশেষ - আইন-আদালত