শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

শেরপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ জুলাই) সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা সীমান্ত এলাকার ১১১৮/৩-এস পিলার দিয়ে তাদের পুশইন করে ২২ ব্যাটালিয়ন বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান,  রামচন্দ্রকুড়া বিওপি’র জোয়ানরা তাদের আটক করেছে।

আটকরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের আল আমিন (২৯), বাবু আলী (২৩), সখিনা বেগম (৫০), সোনা বানু (৪৫), কাজল (২৪), ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।

আটক ব্যক্তিরা জানান, আল আমিনের বাবার চিকিৎসার জন্য গত দুই বছর আগে তারা দিল্লিতে অনুপ্রবেশ করেন। কিন্তু তিনি সেখানে মারা গেলে বাকিরা থেকে যান এবং শ্রমিকের কাজ করে আসছিলেন। সম্প্রতি ভারতীয় স্থানীয়রা তাদের পুলিশে ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করে। শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল জানিয়েছেন. আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত