শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, তা সরকারের কাছেই প্রশ্ন: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১২, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার বলেছি, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর পরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, তা সরকারের কাছেই প্রশ্ন।

জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত দেড় দশকের প্রত্যেকটি হত্যার বিচার বিএনপি করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি জানান, যে প্রত্যাশা নিয়ে এতগুলো মানুষ শহীদ হয়েছেন রাষ্ট্রক্ষমতায় গেলে তা বাস্তবায়নের পরিকল্পনাও আছে বিএনপির।

জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় শনিবার (১২ জুলাই) এসব কথা বলেন তারেক রহমান। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো মো. আদিলের। গেলো বছর ১৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় সে। শুধু আদিল নয়, এমন আরো ১৪২ জন ছাত্রদলের সক্রিয় কর্মী জীবন হারিয়েছে ২৪ -এর গণঅভ্যুত্থানে। যাদের সম্মানে ব্যতিক্রমী আয়োজন করে ছাত্রদল।

আজকের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রায় ২৪টি শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন দলের এই শীর্ষ নেতা।

পরে দেয়া বক্তব্যে এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি আসে বিএনপির এই হাইকমান্ডের পক্ষ থেকে।

তারেক রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। অভিজ্ঞতার আলোকে দেশের জন্য যেটি ভালো সেই প্রস্তাব তুলে ধরা হচ্ছে।

যে কোন অন্যায়ের বিরুদ্ধে বিএনপি। অপরাধ দমনে সরকারের কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেন তারেক রহমান।‌

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিবও। ফ্যাসিস্টরা পালালেও গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ না পৌঁছানোয় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে জানান মির্জা ফখরুল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত