অপ্রতিরোধ্য লিওনেল মেসি যেন থামতেই জানেন না। ন্যাশভিলের বিপক্ষে আবারও জোড়া গোল করে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির নৈপুণ্যে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যাচডে ২২-এ।
মায়ামির মাঠে ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন মেসি। তার পছন্দের জায়গা থেকে নেওয়া জোরালো শটটি গোলরক্ষকের পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে যায়। ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিস ততক্ষণে দেরি করে ফেলেছিলেন।
দ্বিতীয়ার্ধে ন্যাশভিল সমতা ফেরানোর পরই ফের আঘাত হানেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষকের এক অদ্ভুত ভুলের সুযোগ নিয়ে বল দখল করে সহজেই জালে পাঠান ‘লা পুলগা’। এই গোলেই ইন্টার মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নিয়ে নেয়।
এ ম্যাচের পর মেসি হয়ে গেলেন এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা পাঁচ ম্যাচে দুই বা ততোধিক গোল করেছেন। মায়ামিতে ৪-২ ব্যবধানে মন্ট্রিয়ালের বিপক্ষে, এরপর কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ জয়ে এবং ক্লাব বিশ্বকাপের আগে ধারাবাহিকভাবে জোড়া গোল করেন তিনি। বিশ্বকাপের পরেও একই ফর্ম ধরে রেখে মন্ট্রিয়ালের মাঠে ৪-১ জয় এবং নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ জয়েও জোড়া গোল করেন এই বিশ্বকাপজয়ী।
এর আগে, ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে একটি গোল করেছিলেন মেসি। ফলে সব মিলিয়ে এমএলএসে শেষ ছয় ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন তিনি।
মাঝে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি শেষ ষোলোতে পৌঁছেছিল। সেই আসরে পোর্তোর বিপক্ষে ২-১ জয়ে মেসি দলের গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন।
মেসির এমন অপ্রতিরোধ্য ফর্মে মুগ্ধ ফুটবল দুনিয়া। তার গোলের ঝড়ে ইন্টার মায়ামি যেমন জয়ের রাস্তায় ফিরেছে, তেমনি এমএলএসও উপভোগ করছে এক ফুটবল জাদুকরের শিল্প। বয়স তার জন্য কেবলই সংখ্যা, আর প্রতিবারই প্রমাণ করে চলেছেন কেন তিনি ‘গ্রেটেস্ট অফ অল টাইম’।












The Custom Facebook Feed plugin