ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয়কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ। পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
ফেনীর পাঁচটি উপজেলায় শনিবার (১২ জুলাই) নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রামে কিছু সড়ক শুকিয়ে গেলেও বহু গ্রামীণ সড়ক এখন পানির নিচে।
বাসিন্দারা হাঁটু পানি-কোমর পানি মাড়িয়ে চলাচল করছেন, রোদে শোকাচ্ছেন ভেজা মালপত্র। মুহুরি ও সেলোনিয়া নদীর পানি এখনো বিপদসীমার নিচে।
আগামী তিন দিন পানি সমতল কমতে থাকায় পরিস্থিতির আরও উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
তবে এ এলাকায় আজ মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় দ্রুত পুনর্বাসন ও স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা দাবি করেছে ‘ঢাকাস্থ ফেনীবাসী’। প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে সংগঠনটি।













The Custom Facebook Feed plugin