চেলসির কাছে অসহায় আত্মসমর্পণ করলো পিএসজি। ব্লুদের জার্সিতে লেগে গেলো স্পেশাল ব্যাজ। ফাইনালে ফ্রেঞ্চ জায়ান্টদের ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নয়া সিজনের নয়া চ্যাম্পিয়ন আন্ডারেটেড চেলসি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফাইনাল জিতে ১১৪ মিলিয়ন ডলার জিতলো ব্লুরা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি পিএসজিকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলো।
ম্যাচে চেলসির তারকা খেলোয়াড় কোল পালমার দুটি গোল (২২ ও ৩০ মিনিটে) এবং জোয়াও পেদ্রো একটি গোল করেন (৪৩ মিনিট)।
চেলসির কোচ এঞ্জো মারেস্কার কৌশলগত পরিকল্পনা মিডফিল্ড এবং পিএসজির বাম প্রান্তে ফাঁকা জায়গা কাজে লাগায়। মালো গুস্তো এবং পালমার পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেস এবং লুকাস বেরাল্ডোকে পুরোপুরি চাপে রাখেন। যদিও পিএসজি ৬৬ শতাংশ বল দখলে রেখে আটটি শট নেয়। চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ খভিচা কভারাতসখেলিয়া এবং ওসমানে দেম্বেলের শট ঠেকিয়ে ক্লিন শিট ধরে রাখেন।
ম্যাচের ৮৫তম মিনিটে পিএসজির জোয়াও নেভেস মার্ক কুকুরেল্লার চুল টানার কারণে লাল কার্ড পান। ম্যাচ শেষে উত্তেজনার মধ্যে পিএসজি কোচ লুইস এনরিকে জোয়াও পেদ্রোকে ধাক্কা দিতে দেখা যায়।
চেলসি এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের এক বিলিয়ন ডলারের পুরস্কার তহবিল থেকে প্রায় ১১৪ মিলিয়ন ডলার পুরস্কার পেয়েছে। কোল পালমার গোল্ডেন বল, রবার্ট সানচেজ গোল্ডেন গ্লাভ এবং রিয়াল মাদ্রিদের গনজালো গার্সিয়া চার গোল করে গোল্ডেন বুট জয় করেন।


















