সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

লন্ডনে উড্ডয়নের পরই উড়োজাহাজ বিধ্বস্ত, সব ফ্লাইট বাতিল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি-২০০ উড়োজাহাজ। রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা জানতে পেরেছি, বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ লোকজনকে অনুরোধ করছি, যতক্ষণ আমাদের কাজ চলবে; ততক্ষণ যেন তারা বিমানবন্দর এলাকা এড়িয়ে চলেন।

বিচক্র্যাফট বি-২০০ একপ্রকার ছোট উড়োজাহাজ। ২ জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী নিয়ে বিমানটি উড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল— সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি এসেক্স পুলিশ। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও এখন পর্যন্ত জানা যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি; কিন্তু ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

আগুন নেভাতে বিমানবন্দরে কর্মীবাহিনী পাঠিয়েছে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিস। এসেক্সভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দ্য ইস্ট অব ইংল্যান্ড জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সংস্থাটি।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল— তা এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বার্তায় সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে, পরবর্তী নোটিশ আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর।

ফ্লাইট ট্র্যাকিং বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি ছিল নেদারল্যান্ডভিত্তিক উড়োজাহাজ পরিষেবা সংস্থা জিউশ এভিয়েশনের। অসুস্থ রোগীদের পরিবহন করার কাজে ব্যবহার করা হতো উড়োজাহাটিতে এবং সেটির ভেতরে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ছিল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাপার মহাসচিব

দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার শপথ বিএনপির

মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার পাশাপাশি জাতিসংঘের দৃষ্টিও আকর্ষণ করব: কাদের

টাকা সরানোর প্রমাণ পেয়েছে বেনজীরের বিরুদ্ধে

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে ‘শহীদী মার্চ’

সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন: প্রবাসীদের প্রধানমন্ত্রী

ইজতেমায় এবার এক মঞ্চ থেকেই দুই ময়দানের বয়ান শুরু ২ ফেব্রুয়ারি

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

হাসিনা ও আ.লীগের ভবিষ্যৎ কি অনিশ্চিত, কী বলছেন সংশ্লিষ্টরা?