নতুন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কহার শূন্যে নামিয়ে আনতে আলোচনা চলছে এবং বাংলাদেশ যৌক্তিক ও বৈষম্যহীন শুল্কহার চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
সোমবার (১৪ জুলাই) বিকেলে সচিবালয়ে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুল্কহার নিয়ে তৃতীয় দফায় আলোচনা করতে আগামী সপ্তাহে আবারো একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ব্যবসায়ী প্রতিনিধি, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এপ্রিলে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। ৯০ দিন তা স্থগিত থাকলেও এমাসেই ঘোষণা আসে দুই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে শুল্কহার। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। অর্থাৎ বর্তমান প্রায় ১৫ শতাংশ শুল্কের সাথে এই শুল্ক নতুন করে যুক্ত হবে।
৯ থেকে ১১ জুলাই দেশটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল।
তার সফরে কি আলোচনা হলো, তা জানাতেই সোমবারের এই সংবাদ সম্মেলন। শুল্কহার কমাতে অগ্রগতির বিষয়ে স্পষ্ট জবাব না মিললেও বাণিজ্য উপদেষ্টা জানান যৌক্তিক ও বৈষম্যহীন শুল্কহার চায় বাংলাদেশ ।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতেও চেষ্টা চলছে।

















