মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৫, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ নিয়ে এই হত্যা মামলায় গ্রেপ্তার করা হলো মোট আটজনকে।

সোমবার (১৪ জুলাই) দিনগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিটফোর্ডের ওই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন এই নান্নু।

একই হত্যা মামলায় গত ১৩ জুলাই সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোণা থেকে সজীব ও রাজীব নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে কুপিয়ে এবং ইটের টুকরা দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। দু’দিন পর এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করেছে স্থানীয়রা।

সর্বশেষ - আইন-আদালত