নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনের তারিখ ও প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে। গত ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার পর সম্প্রতি নৌকা প্রতীক নিয়ে বিভ্রান্তি এড়াতে এটি করা হয়েছে।
তিনি জানান, প্রতীকের তফসিলে নৌকা থাকবে তবে এই প্রতীক কেউ ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্ত কারো কোনো চাপ নেই বলেও জানান তিনি।
এদিকে ইসির ওয়েবসাইটে জামায়াতে ইসলামীর নাম ও প্রতীক দাঁড়িপাল্লা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ইসির প্রতীকে তালিকায় থাকায় নিন্দা জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি (এনসিপি)। সবশেষ মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাগরিক হিসেবে ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। এরই মধ্যে বুধবার সকাল থেকে ইসির ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয় নৌকা প্রতীক।
ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, সম্প্রতি নৌকা প্রতীক নিয়ে বিভ্রান্তি এড়াতে এটি করা হয়েছে।
তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধন নম্বর- ১৪ তে জামায়াতে ইসলামীর নাম ও প্রতীক দাঁড়িপাল্লা অন্তর্ভুক্ত করা হয়েছে।


















