গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষাণা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়।
তিনি বলেন, গোপালগঞ্জে আজকে যে ঘটনাটি ঘটল, এতে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগ একটা মুজিববাদী সন্ত্রাসী, তারা জঙ্গি বাহিনীতে রূপান্তির হয়েছে। তারা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া বিশ্বাস করে না। আজকে তা আবার প্রমাণিত হলো।












The Custom Facebook Feed plugin