রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২০, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ মোট ৩৯ জন অভিযুক্তকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ৯টার দিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পৃথক প্রিজনভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়। হাজিরার সময় আদালতপাড়ায় ছিল কড়া নজরদারি, অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য।

এদের মধ্যে রয়েছেন কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী ও সরকারদলীয় নেতা, যাদের বিরুদ্ধে গণআন্দোলন দমনকালে সহিংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক বিচার চলমান রয়েছে। শুনানির জন্য আদালত আগামী সপ্তাহে নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে এবং গণবিক্ষোভ দমনে রাষ্ট্রীয় যন্ত্রকে অবৈধভাবে ব্যবহারের অভিযোগও মামলার অন্তর্ভুক্ত। এই বিচার দেশের বিচার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলেও তারা মনে করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত