রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষাখাতে নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত হাজারো শিক্ষার্থী।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে একাধিক গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসময় শিক্ষার্থীরা নানাদিকে ছুটতে থাকেন। লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেয়।
পরে সচিবালয়ের মূল গেটে অবস্থান নিলে সেখান থেকেও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
বর্তমানে শিক্ষার্থীদের কিছু অংশ জিপিওতে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে সচিবালয়ের সামনের মূল সড়ক।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সে সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়। পরে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গতকাল মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটলো। শিক্ষা উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছিলো। তিনি কথা শোনেননি। রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। সে সময় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি কার জন্য শিক্ষা উপদেষ্টা? আমরাই তাকে বসিয়েছি, আমরাই তাকে ওঠাবো।



















