বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মাইলস্টোনে প্রবেশে কড়াকড়ি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৩, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। বুধবার (২৩ জুলাই) সকাল থেকে মূল ফটক বন্ধ করে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল ৯টার দিকে কলেজের গেটের সামনে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ উৎসুক জনতা। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছেন। তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, “সকাল থেকেই কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না—না গণমাধ্যম, না সাধারণ মানুষ। এখন কলেজ কর্তৃপক্ষ নয়, পুরো তদারকি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

বর্তমানে শুধুমাত্র কলেজের নির্দিষ্ট কিছু কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, “আমি এখনো বিস্তারিত কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। পরে জানাব।”

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুলের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক প্রাণহানি ঘটে।

বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

সর্বশেষ - আইন-আদালত