নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।
বুধবার (২৩ জুলাই) সকালে মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইসমাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার জন এবং পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো এক জনের মৃত্যু হয়েছে।












The Custom Facebook Feed plugin