রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট-সাজেক সড়কের তিন স্থানে পাহাড়ের মাটি ধসে পরে। তবে এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
সড়কে মটি ধসের ফলে বন্ধ রয়েছে যান চলাচল। আটকা পড়েছে আনুমানিক ৪২৫ জন পর্যটক। পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা। খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।
চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরেছে। সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পরেছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ছাড়া এসব পাথর ও গাছপালা সরানো সম্ভব নয়।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, দ্রুত মাটি সরানোর কাজ চলছে। শীঘ্রই যানবাহন চলাচল শুরু হবে।












The Custom Facebook Feed plugin