রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সোমবার দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে: আলী রীয়াজ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৭, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে চলমান সংলাপ সমাপ্ত করা কমিশনের প্রাথমিক লক্ষ্য।

তিনি বলেছেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা। সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে। সোমবারের মধ্যে সে খসড়া দলগুলোকে পাঠানো হবে। আমরা মনে করি মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

এসময় খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না উল্লেখ করে আলী রীয়াজ বলেন, খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না, তবে বড় ধরনের মৌলিক আপত্তি উঠলে তা আলোচনায় আনা হবে, অন্যথায় নয়।

তিনি বলেন, আপনাদের মতামত প্রদান করা হলে তা প্রাথমিক সনদে সন্নিবেশিত করা হবে, যেখানে ভূমিকা, পটভূমি এবং কমিটমেন্টের বিষয় থাকবে।

তিনি জানান, জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সংলাপে একটি দিন নির্ধারিত থাকবে।

আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, ১০টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। ৭ বিষয় অসমাপ্ত আছে, ৩টি বিষয়ে আলোচনা হয়নি।

তিনি  বলেন, আমাদের যেভাবেই হোক আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। সেই চেষ্টায় আমরা অগ্রসর হচ্ছি। সেজন্য আমরা প্রয়োজন পড়লে আজ ও আগামীকাল দীর্ঘ সময় আলোচনা করবো।

আজকের দিনের আলোচ্য সূচি —রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব।

চলমান এই সংলাপে আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের শরিকরা ছাড়া ৩০টি দল অংশ নিচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত