দেশের রাজনৈতিক বিভাজন ও নিজেদের কোন্দলকে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে নতুন করে সুযোগ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজিত ‘গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির’ গ্র্যাফিতি আর্ট উদ্বোধনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, -বর্তমান সরকার সংস্কারের কথা বললেও প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে। অথচ বিরোধী দলগুলোকে নিয়ে কোনো গঠনমূলক সংলাপ নেই।
মির্জা ফখরুল সতর্ক করেন, -আমরা এমন কিছু নিয়ে তর্ক করছি, যা দেশকে আবারও পিছিয়ে দিতে পারে, ফ্যাসিস্টদের সুবিধা করে দিতে পারে।
তিনি অভিযোগ করেন, -গত জুলাই গণঅভ্যুত্থানের পর এক বছর পার হলেও দায়ীদের বিচারের কোনো অগ্রগতি হয়নি। বরং তখন বিএনপি নেতাদের গ্রেপ্তার করে নির্মম নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু কেউ আত্মসমর্পণ করেনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, -দয়া করে আপনারা সত্যকে সত্য বলুন, মিথ্যেকে মিথ্যা বলুন। যারা শহীদ হয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান স্বীকার করুন।
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, -গণতন্ত্রের জন্য যিনি জীবন উৎসর্গ করেছেন, তাকে নিয়ে এখন কেউ কথা বলেন না। অথচ তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছিল।

















