বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৩১, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন ও স্থায়ী বিধান যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই সংসদ নামক একটি সংগঠন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ও গন্তব্যমুখী মানুষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান নিয়েছেন। তাদের পাশেই সতর্ক পাহারায় আছে পুলিশ।

অবরোধকারীদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

july1

তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জুলাই যোদ্ধারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, অবরোধের ফলে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে যানজট তৈরি হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত