যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট নিরাপদে ইজেক্ট (প্রস্থান) করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
বুধবার এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানিয়েছে, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন। অন্য কেউ এতে ক্ষতিগ্রস্ত হয়নি।
তবে বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।
রিপোর্ট লেখা পর্যন্ত এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স, সিএনএন












The Custom Facebook Feed plugin