শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জুলাই নিহত শনাক্তে রায়েরবাজার গণকবরের মরদেহ তোলার সিদ্ধান্ত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

গত বছরের জুলাই আন্দোলনে ঢাকার রায়েরবাজার কবরস্থানে ১১৪ জনকে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিহতদের শনাক্ত করতে সরকার গণকবর থেকে মরদেহ তোলার সিদ্ধান্ত নিয়েছে। মরদেহ তোলার পর ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এরপর পরিবার চাইলে ইচ্ছে মতো জায়গায় নিয়ে কবর দিতে পারবে।

শনিবার (২ আগস্ট) রায়েরবাজার করবস্থান পরিদর্শণ করে তিনি এসব কথা জানান।

গণকবর সৃষ্টির নেপথ্যদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, শহীদদের কবরস্থান নির্মাণে দুর্নীতি হচ্ছে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাঁচ আগস্টকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। যাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা কিছু করতে চাইলে ছাড় দেওয়া হবে না।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। তবে এই ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা থানায় উপস্থিত সব পুলিশ সদস্যদের খোঁজখবর ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

সর্বশেষ - আইন-আদালত