রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সমাবেশের নগরীতে পরিণত হবার অপেক্ষায় রাজধানী ঢাকা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ

রোববার সমাবেশের নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা। এদিন শাহবাগে ছাত্র সমাবেশ ডেকেছে ছাত্রদল। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। দুই সমাবেশকে ঘিরে এরিমধ্যে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহের পাশাপাশি উদ্বেগও তৈরি করেছে।

সমাবেশে বড় জমায়েত করে শক্তি দেখানোর ইঙ্গিত দিয়েছে দু’পক্ষই। এনসিপি ও ছাত্রদল জানিয়েছে, তাদের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ইতিমধ্যে সমাবেশকে সামনে রেখে সারাদেশের নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে ছাত্রদল। বিশেষ ট্রেন ভাড়াও করেছে সংগঠনটি।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত-চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবেন তিনি। ওদিকে, সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি।

শনিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তারা দেশের ৫৯ জেলায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, তাদের ভাবনা এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রত্যাশা শুনেছেন।

এনসিপির আহ্বায়ক জানান, কর্মসূচির অভিজ্ঞতা থেকে দল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করেছে। এই ইশতেহারে তরুণদের জন্য পরিকল্পনা, অর্থনৈতিক রূপরেখা এবং দেশের আইনশৃঙ্খলা, পুলিশ ও প্রশাসন নিয়ে তাদের ভাবনা তুলে ধরা হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা শুরু থেকেই বলেছি, জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘জুলাই ঘোষণাপত্র’কে সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করার দাবি জানান তিনি।

এদিকে, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান জানান, ইতিহাসের সবচেয়ে বড়ো ছাত্র সমাবেশের প্রস্তুতি নিয়েছেন তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের ছয়টি নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সমাবেশে কোন ব্যানার-ফেস্টুন আনা যাবে না। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত স্থানে সব ইউনিটকে থাকতে হবে। এছাড়া কোনো ধরনের শোডাউন করতে নিষেধ করাসহ আরও ছয়নির্দেশনা দেয়া হয়েছে। এই মুহুর্তে কোনো রাজনৈতিক উত্তেজনা যাতে তৈরি না হয়, সেজন্য বেশ সজাগ সংগঠনটি।

রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা

রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে রোববার যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়েছে, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগম হবে।

এতে এসব এলাকায়, বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না। রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।

এদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে। সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠিত হচ্ছে।

এসব কর্মসূচির পাশাপাশি রবিবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাও আছে বলে জানিয়েছে ডিএমপি। এ পরিস্থিতিতে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটবে বলে জানিয়ে ডিএমপি কিছু বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

বিকল্প সড়ক ও ডাইভারশন পয়েন্ট: 

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও ক্রসিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড়: সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা যানবাহন মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

অন্যদিকে, কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং/শহীদ মিনার সংলগ্ন এলাকা: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্ত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্ত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে। শহীদ মিনার সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত