জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ।
বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ গঠনের আদেশ দেবে।
সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।
তারা হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক হাসিবুর রশীদ বাচ্চুসহ এই মামলার ২৪ আসামি পলাতক রয়েছেন।
এর আগে গত ৩০ জুলাই জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য ৬ আগস্ট দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে নেয়া হচ্ছে।
এদিকে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আনা হয়েছে আদালতে। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় একজন সাংবাদিকসহ দুইজনের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।
এর আগে ৩ ও ৪ আগস্ট তিনজন জুলাই যোদ্ধা সাক্ষ্য দিয়েছেন। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। তুলে ধরেন, বিভীষিকাময় দিনগুলোর কথা।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলায় সাক্ষ্য গ্রহণ হবে।



















