বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৬, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের কাছ থেকে কিছুই নেয় না, অথচ আমরাই তাদের বাজারে বিশাল সুযোগ দিই। এজন্য আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি, তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও বাড়াতে যাচ্ছি।’

এর আগের দিন, সোমবার, ট্রাম্প জানান যে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশের বাইরে অতিরিক্ত শুল্ক আরোপের চিন্তা করছেন তিনি। তার অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরও ভারত সে দেশ থেকে তেল কিনছে এবং সেগুলো আবার খোলা বাজারে বেশি দামে বিক্রি করে লাভ করছে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে চাপ থাকা সত্ত্বেও নয়াদিল্লি সরকার রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধে তাদের শোধনাগারগুলোকে কোনো নির্দেশ দেয়নি।’

এদিকে, ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’

সর্বশেষ - আইন-আদালত