এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কোনো দেশের কূটনীতিকদের সঙ্গে তাদের বৈঠক হওয়াটা স্বাভাবিক, তবে তা গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে তারা মানুষকে বিভ্রান্ত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত স্কুলটির সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুমা বেগমরা ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
রমজানের আগে নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার হলে দেশে স্বচ্ছতা এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে এবং তার এই ঘোষণায় শুধু রাজনৈতিক দল নয়, জনগণের দাবি ও মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে।
বুধবার বিএনপির বিজয় মিছিলে জনদুর্ভোগ হয়েছে স্বীকার করে তার জন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি।


















