বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক সাফল্যের মুহূর্ত ধরা দিলো ফিফা র্যাঙ্কিংয়ে। ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) হালনাগাদ করা র্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।
সবশেষ গত ১২ জুনে করা র্যাংকিংয়ে বাংলাদেশ ছিলো ১২৮তম স্থানে। হালনাগাদ করা র্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা রয়েছে ১০৪তম স্থানে।
ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের নারী ফুটবল দলের এ সাফল্যকে সম্প্রতি সময়ের ‘সবচেয়ে বড় লাফ’ বলে আখ্যা দেয়া হয়েছে।
র্যাংকিংয়ে সবার শুরুতে রয়েছে স্পেন। দুইয়ে আমেরিকা, এরপর যথাক্রমে সুইডেন, ইংল্যান্ড ও জার্মানির অবস্থান।


















