প্রতিবিপ্লবের কথা বলে বা ষড়যন্ত্র করে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার বানচাল করা যাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (১১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। শুনানীর শুরুতে সূচনা বক্তব্যে দেন চিফ প্রসিকিউটর।
এদিন আদালত প্রাঙ্গণে মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের বিচার হবেই।
প্রতিবিপ্লবের কথা বলে, ষড়যন্ত্র করে বিচার বানচাল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই বিচার কাজ শুরু হয়।
সূচনা বক্তব্যে এই মামলার তথ্য উপাত্ত, সাক্ষী, ঘটনাস্থলে আসামিদের সংশ্লিষ্টতা, আসামি ডিএমপি হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশনার অডিও বার্তা, শেখ হাসিনা সঙ্গে সাবেক ভিসি মাকসুদ কামাল ও ফজলে নূর তাপসের কথোপকথন এবং আন্দোলন দমনে কী নির্দেশনা দিয়েছিলেন এসব তুলে ধরেন তাজুল ইসলাম।
প্রথম দিনের সাক্ষী হিসেবে শহীদ শাহারিয়ার খান আনাসের বাবা আদালতে সাক্ষী দিচ্ছেন।
শেখ হাসিনার মামলার পর, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্যগ্রহণ হচ্ছে।


















