সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিপিএলকে বেশি বিতর্কিত করেছে বিসিবি

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১১, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

মাস খানেক আগে ৪৬ কোটি টাকা পাওনা চেয়ে চিটাগং কিংসকে লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরি। তবে তার দাবি, এই বিতর্কিত ঘটনার পেছনে চিটাগাংয়ের চেয়ে বিসিবির দায় বেশি।

সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হলে সামির কাদেরকে প্রশ্ন করা হয়, বিপিএলকে কে বেশি বিতর্কিত করেছে, বিসিবি না কি চিটাগং কিংস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিবি, ৪৬ কোটি টাকার নোটিশ দিয়ে।’

বিপিএলকে বদলে দিতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। কেননা আগামী ৫ বছরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেবে বিসিবি। সামির কাদের জানান, আগামীতেও দল নিতে আগ্রহী আছেন তিনি।

তিনি বলেন, ‘এটা আমি এখনো বলতে পারছি না। আমি যতক্ষণ না বিসিবির সঙ্গে বসছি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না। আমরা যতটুকু শুনেছি তারা সবকিছু নতুনভাবে ফরম্যাট তৈরি করবে। ওইগুলো না দেখে আসলে বলা যাচ্ছে না। আত্মবিশ্বাসের ব্যাপারটা হচ্ছে আমাকে বিশ্লেষণ করতে হবে তারপর বলতে পারব। তাদের ফরম্যাটে এখন যদি আসে ফ্র্যাঞ্চাইজি ১০ কোটি টাকা, লভ্যাংশে কী আসবে না আসবে, না দেখে আমি কিছুই বলতে পারি না।’

‘তাদের ফরম্যাটটা যদি জানতে পারতাম তাহলে ভালো-মন্দ একটা সিদ্ধান্ত বলতে পারতাম। হ্যাঁ, আমি আত্মশ্বিাসী, আমি যাচ্ছি তাদের সঙ্গে। আপনি যদি ইচ্ছের কথা বলেন তাহলে আমার ইচ্ছে এখনো আছে। ইচ্ছে না থাকলেও এখন আপনাদের সামনে বসে থাকতাম না, ৪৬ কোটি টাকার ব্যাখ্যা দেয়ার প্রয়োজনও থাকতো না। আমার ইচ্ছে আছে বলেই আমি আপনাদের সামনে বসে আলাপটা করছি।’- যোগ করেন তিনি।

সর্বশেষ - আইন-আদালত