বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৩, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরপশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।আজ বুধবার সকাল ৯টার দিকে রেলপথ অবরোধ করে তারা।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে। এতে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে অবরোধের কারণে কয়টি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটতে পারে।

স্টেশন সূত্রে জানা যায়, এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০ টি ট্রেন আপ-ডাউন করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টা ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।

সর্বশেষ - আইন-আদালত