রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

স্ত্রীকে না পেয়ে ফেসবুক লাইভে যুবকের বিষপান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৭, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়নপুর গ্রামের রাজমিস্ত্রী হৃদয় মন্ডল (২২) প্রেমের সম্পর্কের জটিলতায় ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রিদয় মন্ডল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যান এবং পরবর্তীতে কোর্টের মাধ্যমে বিয়ে করেন। এ ঘটনায় মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে মেনে নেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি নিয়ে যায়। এরপর থেকে মেয়েকে গোপনে রাখেন তারা।

এর জেরে রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় হৃদয় ফেসবুক লাইভে এসে বিষপান করেন। লাইভ দেখে তার মামাতো ভাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের বেডে শুয়ে হৃদয় সাংবাদিকদের বলেন, “আমাদের প্রায় ২-৩ বছর ধরে প্রেমের সম্পর্ক। ঢাকায় থাকাকালীন সময়ে মেয়েটি আমাকে বলেছিল, এক সপ্তাহের মধ্যে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। পরে আমি ঢাকা থেকে এসে ৭ তারিখে কোর্টে বিয়ে করি। আমরা এক সপ্তাহ একসঙ্গে ছিলাম। কিন্তু পরে মেয়ের পরিবার মেনে নেওয়ার কথা বলে স্ত্রীকে নিয়ে যায় এবং অন্য কারো সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এসব কারণেই আমি বিষপান করেছি।”

অন্যদিকে, স্কুলছাত্রীর বাবা ছাত্তার প্রামানিক বলেন, “আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর। সে অপ্রাপ্তবয়স্ক। হৃদয় আমার মেয়েকে নিয়ে গিয়েছিল। পরে আমি পুলিশের সহায়তায় এবং চেয়ারম্যানের মাধ্যমে মেয়েকে ফিরিয়ে আনি। আমরা জোর করে কিছু করিনি। আজ জেনেছি ছেলেটি বিষ খেয়েছে।”

হৃদয়ের দাদি এ বিষয়ে বলেন, “আমরা এই বিয়ে মেনে নিয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবার জোর করে মেয়েকে নিয়ে গেছে। এখনো যদি তারা মেয়েকে দেয়, আমরা মেনে নেব।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত