ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে নারী নেতৃত্বের নজির হাতেগোনা। ডাকসু নির্বাচনের ইতিহাসে মাত্র দুজন নারী ভিপি (সহ-সভাপতি) পদে নির্বাচিত হয়েছিলেন। প্রথম নারী ভিপি হিসেবে ১৯৬০-৬১ শিক্ষাবর্ষে নির্বাচিত হন বেগম জাহানারা আক্তার। এরপর ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় নারী হিসেবে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। এরপর ডাকসুতে আর কোনো নারী ভিপি নির্বাচিত হননি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ছয় বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে শীর্ষ তিন পদ সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে ছেলে শিক্ষার্থীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ নারী শিক্ষার্থী।


















