বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে নিজের বাসভবনে জনশুনানি চলাকালে এক যুবকের হাতে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হামলার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

জানা গেছে, বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শুনতে আয়োজিত সাপ্তাহিক জনশুনানি চলছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক যুবক উঠে এসে মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং চুল ধরে টান দেন বলে অভিযোগ। হামলাকারীর বয়স আনুমানিক ৩০ বছর।

তিনি কে এবং কী উদ্দেশ্যে তিনি এই চড় মেরেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর বিজেপি নেতা ও দিল্লি পুলিশের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। অভিযুক্ত ব্যক্তি কোনো বিষয়ে বিরক্ত ছিলেন, নাকি কোনো ষড়যন্ত্রে এই হামলা করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। 

এদিকে হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের পর তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হবে তারা। এরপরই বিস্তারিত জানানো হবে। সিভিল লাইন এলাকার রাজ নিবাস মার্গে অবস্থিত ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ ক্যাম্প অফিসটি সম্প্রতি জনসাধারণের শুনানির জন্য খোলা হয়েছে। এখানেই লোকজন গিয়ে নিজেদের অভিযোগ জানান। সেসব অভিযোগ শুনতে সেখানে যান মুখ্যমন্ত্রী নিজে।

এ ঘটনায় দিল্লির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দিল্লির মন্ত্রী এবং বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা অভিযোগ করেছেন, ‘বিরোধীরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উন্নয়নমূলক কাজ সহ্য করতে পারছে না। এটা পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে।’ বিজেপির আরেক নেতা হরিশ খুরানা বলেন, ‘এটা শুধুই হামলা নয়, গণতন্ত্রের ওপর আঘাত।’

অন্যদিকে, আম আদমি পার্টির নেত্রী এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশি ঘটনার নিন্দা করে বলেন, ‘মতবিরোধ ও প্রতিবাদের অধিকার গণতন্ত্রে আছে, কিন্তু হিংসার কোনো স্থান নেই।’ তিনি দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সর্বশেষ - আইন-আদালত