গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেনের এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ১৮ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকালে পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সড়কটি উদ্বোধন করেন।
এটি উত্তরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে।
প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। তিন হাজার পাঁচ শত কোটি টাকা ব্যয়ে প্রকল্প নির্মাণ কাজ শেষ হবে ২০২৬ সালের জুন মাসে।
ডিসেম্বর মাসে প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হবে। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকছে ৪০টি আন্ডারপাস, তিনটি ব্রিজ, একটি ইন্টারসেকশন ও একটি ফ্লাইওভার।

















