শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

হুথি প্রধানমন্ত্রী ইসরাইলি হামলায় নিহত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

ইসরাইলি হামলায় ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি নিহত হয়েছেন। ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল জুমহুরিয়া এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার বাসভবনে বিমান হামলায় রাহাভিসহ তার কয়েকজন সহযোগী নিহত হন। এটি আগেরদিনের হামলা থেকে আলাদা একটি হামলা ছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন সিনিয়র হুথি মন্ত্রীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইয়েমেনের আরেক গণমাধ্যম আদেন আল ঘাদ বলছে, প্রধানমন্ত্রী রাহাভিসহ অন্যরা তাদের নেতা আব্দুল মালিক আল-হুথির পরিকল্পিত বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলেন। এ সময়ই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হুথিরা। সেইসাথে ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

এর আগে ইসরাইলে আগ্রাসনের জন্য হুথিদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু।

সর্বশেষ - আইন-আদালত