সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। এখনও অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকার জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায়, তালেবান সরকার দুর্গম এলাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিলো মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত বা আফটারশক হয়েছে, যার মাত্রা ছিলো ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

afgan2

রাতে গভীর ঘুমে থাকায় বেশিরভাগ মানুষই চাপা পড়ে মারা গেছে। সবচেয়ে প্রাণহানি ও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কুনার প্রদেশে।

আফগান তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল হওয়ায় এখনও অনেক এলাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার কাজে নেমেছেন। এছাড়া কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল ঘটনাস্থলের পৌঁছানোর চেষ্টা করছে।

কুনার প্রদেশের প্রশাসন জানিয়েছে, প্রবল বন্যা ও ভূমিকম্প-পরবর্তী ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে গেছে। আপাতত হেলিকপ্টার দিয়ে আহতদের উদ্ধার কাজ চালানো হচ্ছে।

তালেবান কর্মকর্তারা বলছেন, তাদের হাতে পর্যাপ্ত সম্পদ ও সরঞ্জাম নেই। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। এমন অবস্থায় দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

সর্বশেষ - আইন-আদালত