মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিদেশে নেওয়া হবে নুরকে, রাতেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টা  নির্দেশ দিয়েছেন যাতে নূরকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে।

প্রেস সচিব জানান, বৈঠকের সময় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে কেউ যেন বলতে না পারে, ‘আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।’ নির্বাচন বানচালের যেকোনো বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো।

আসন্ন নির্বাচন একটি অনন্য ও উৎসবমুখর নির্বাচন হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানো, দেশ গঠনের। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যাতে না থাকে।

সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের ওপর হামলায় সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে আলাদা বৈঠক হয়েছে।

তিনি জানান, সরকার বলেছে নুরের ওপর হামলার ঘটনায় অনেকে উদ্বিগ্ন। সরকারের ভাষ্য, নূর যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে ২২ বার হামলার শিকার হয়েছে, আমাদের আমলেও মার খাওয়াটা দুঃখজনক। আজকের রাতের মধ্যে একটি বিচার বিভাগীয়  তদন্ত কমিটি তৈরি করা হবে। পাশাপাশি নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।

রাশেদ জানান, সোমবার বিকেল থেকে নূরের নাক থেকে রক্ত ঝরছে। পরিচিত মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারছে না।

মারিয়া বলেন, নুরের ওপর ন্যাক্কারজনক হামলার জন্যে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সরকার উন্নত চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেছে।

সর্বশেষ - আইন-আদালত