আবারও দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সাথে আঁতাত করে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআরসহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল।
যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার আহ্বান জানান তিনি।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোনো বিভেদ সৃষ্টি করে দলকে ছোট না করে।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বলেও প্রত্যাশা করেন দলের চেয়ারপার্সনের এই উপদেষ্টা।


















