শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

চট্টগ্রামে জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ র‍্যালীতে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)।

জানা গেছে, মিছিলের সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ে যান তারা। এ সময় পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

এর আগে, শনিবার সকালে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জশনে জুলুছ শুরু হয়। ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জশনে জুলুছের এই ঐতিহাসিক শোভাযাত্রাটি বের হয়। পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর নেতৃত্ব দেন।

শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ময়দানে মাহফিল ও জোহরের নামাজের মধ্যে দিয়ে শেষ হবে।

সর্বশেষ - আইন-আদালত