সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের ফেসবুক আইডিতে আক্রমণ হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ হয়েছে।’

আবিদ বলেন, ‘ছাত্রদলের প্রার্থীদের আইডি পূর্বপরিকল্পনা অনুযায়ী সাইবার এটাক করা হচ্ছে। শিক্ষার্থী এবং বাংলাদেশের বিষয়ে ছাত্রদল কখনো আপোস করেনি।’

জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ‘এতদিন যারা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) ছায়ায় থেকে রাজনীতি করেছে, তারাই সাইবার এটাক করেছে।

সর্বশেষ - আইন-আদালত