ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬২৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৬ জন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এ বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তির রেকর্ড এটি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৬ জন। একদিন ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ১৩৯ জন।
বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেপ্টেম্বরে এখন পর্যন্ত চার হাজার ৬২০ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছেন ১৭ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৮২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৬৫৫ জন, বাকি এক হাজার ১৬৬ জন অন্যান্য বিভাগে।
এ বছরের জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে এক হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে’তে তিন জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন।


















