বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বন্দুক হামলায় চার্লি কার্ক নিহত, নিন্দা তারেক রহমানের

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা এবং টার্নিং পয়েন্ট ইউএসএর সহপ্রতিষ্ঠাতা চার্লি কার্ক বন্দুক হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “চার্লি কার্কের মৃত্যুর মর্মান্তিক ঘটনা শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতাদর্শ ও সক্রিয়তার কারণে কাউকে সহিংসতার শিকার হতে হয়-এটি অত্যন্ত দুঃখজনক। একজন ব্যক্তির ধর্ম, আদর্শ বা দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন, কারো জীবন এভাবে ঘৃণ্যভাবে শেষ হয়ে যাওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।”

তারেক রহমান আরও বলেন, “আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

মার্কিন গণমাধ্যমের খবরে জানা যায়, ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৩১ বছর বয়সী চার্লি কার্ক। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে এফবিআই। সংস্থার পরিচালক কাশ প্যাটেল জানান, স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।

চার্লি কার্ক সম্প্রতি “দ্য আমেরিকান কমব্যাক ট্যুর” নামে রাজনৈতিক সফরের অংশ হিসেবে তরুণদের মধ্যে রক্ষণশীল মূল্যবোধ প্রচার করছিলেন। তার মৃত্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা শোক ও নিন্দা জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত