রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতের সাথে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

গেল চার বছর একবার করে হলেও মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবু এবারের মুখোমুখি হওয়া একটু আলাদা। কারণ দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। তবু ক্রীড়াঙ্গনে শান্তির পতাকা উচিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামা ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান।

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ পেরিয়েছে। তবে বৈশ্বিক আসরে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়নি। এবারের এশিয়া কাপের আগে ওই শঙ্কা জেকে বসে। ভারতের পেহেলগাম অংশে পাকিস্তান থেকে হওয়া হামলার জেরে এশিয়া কাপ আয়োজন নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল।

সেই শঙ্কা কাটিয়ে শুরু হওয়া ম্যাচে ভারত ও পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেছেন, উইকেট ধীর মনে হওয়ায় শুরুতে ব্যাটিং করে ভালো সংগ্রহ দাঁড় করাতে চান। যদিও ভারতের অধিনায়ক সূর্যকুমারের মতে, টস জিতলে তিনি বোলিংই নিতেন।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সানজু সামসন, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের একাদশ: সাইম আয়ূব, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আরবার আহমেদ।

সর্বশেষ - আইন-আদালত