সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিন দিনের এই কর্মসূচি ঘোষণা করেন।

দাবি আদায়ে ১৮ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ বিভাগীয় শহরে বিক্ষোভ ও ২৬ তারিখে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি।

তবে এখনই যুগপৎ আন্দোলনে যাচ্ছে না জানিয়ে ডা. তাহের বলেন, জুলাই চেতনায় বিশ্বাসী প্রতিটি দলের সঙ্গেই এ কর্মসূচির ব্যাপারে আলোচনা চলছে।

জামায়াতের পাঁচ দফা দাবি হলো-

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।

২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।

৩. অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের সব জনগণকে অনুরোধ জানিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সর্বশেষ - আইন-আদালত