মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ ভয়ঙ্কর চর্চা: সালাহউদ্দিন

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করেনা বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে সেটি হবে ভয়ঙ্কর চর্চা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গুলশান নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এই মন্তব্য করেন তিনি।

এদিকে পিআরসহ নানা দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল রাজপথের কর্মসূচি দিচ্ছে। সালাহউদ্দিন মনে করেন, এসব দাবি নিয়ে রাজপথে নামা সঠিক পদ্ধতি নয়। এগুলো আলোচনার টেবিলে বসে সমাধান হতে পারে।

সালাউদ্দিন বলেন, রাজনৈতিক হীন উদ্দেশে পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো কৌশল জনগণ প্রতিহত করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এতে বৈশ্বিক শক্তি ও ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত