বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ

আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ কথা জানান।

আলোচনায় ড. ইউনূস ব্যাংকিং খাতের পুনর্গঠন প্রচেষ্টা, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময় আইএমএফ প্রধান বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনা ও রিজার্ভ পুনরুদ্ধারে সাহসী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন।

জর্জিয়েভা বলেন, “অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”

ড. ইউনূস বাংলাদেশের সংকটকালে অবিচল সহায়তার জন্য আইএমএফ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করেছিল।”

কথোপকথনে আইএমএফ প্রধান রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংকিং খাতে গভীর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এটিকে বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত বলে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ জোরদারের নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমরা এক বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।”

এ ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। ড. ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ-যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প-সম্পর্কেও আইএমএফ প্রধানকে অবহিত করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হাসিনা-রেহানা-টিউলিপ-রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জঙ্গি হুমকি না, আতঙ্ক ছড়াতে চিরকুট : র‍্যাব ডিজি

সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

‘গণতন্ত্র-মানবাধিকারে নজর কম ট্রাম্পের, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাণিজ্যকেন্দ্রিক’

সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

তিতুমীর শিক্ষার্থীদের অনশন অব্যাহত, বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম

সংলাপ নিয়ে সরাসরি সম্পৃক্ত হবে না যুক্তরাষ্ট্র: আজরা জেয়া

নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যেও ষড়যন্ত্রের আভাস: মির্জা আব্বাস

চক্রান্ত শুরু হয়েছে, তাতে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল