শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিয়ের পিঁড়িতে শবনম ফারিয়া

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফারিয়া বলেন, “বিয়ে বিষয়টি আমার কাছে বরাবরই জটিল ও আতঙ্কের মতো মনে হতো। ভেবেছিলাম জীবনে আর এমন অধ্যায় আসবে না। তবে সময়ের প্রবাহে ও পরিবারের আকস্মিক সিদ্ধান্তেই এই পরিণয়।”

তিনি আরও জানান, ঘরোয়া অনুষ্ঠানে নিকট আত্মীয় ও বন্ধুরা উপস্থিত থাকলেও তার ননদ দেশের বাইরে থাকায় যোগ দিতে পারেননি। ভবিষ্যতে সহকর্মী ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। এক বছর ৯ মাস পর সেই সংসার ভেঙে যায় এবং ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের ডিভোর্স সম্পন্ন হয়। বর্তমানে সাবেক স্বামী অপুও নতুন জীবন শুরু করেছেন উপস্থাপিকা ও মডেল নওরিন আহমেদকে বিয়ে করে।

জীবনের নতুন যাত্রায় শবনম ফারিয়া ও তানজিম তৈয়বের জন্য রইল শুভকামনা।

সর্বশেষ - আইন-আদালত