আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা স্থানে লুকিয়ে নয়াদিল্লিতে পৌঁছে গেছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। রোববার (২১ সেপ্টেম্বর) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে কাবুল থেকে কেএএম এয়ারলাইন্সের আর কিউ-৪৪০১ ফ্লাইট দিল্লিতে অবতরণ করে। বিমান পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী ছেলেটিকে প্রথম দেখতে পান এবং নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে জিম্মায় নেন।
কিশোরটির বাড়ি আফগানিস্তানের কুন্দুজে হলেও বর্তমানে সে কাবুলে থাকত। নিজের বক্তব্যে সে জানায়, কৌতুহলবশেই কাবুল বিমানবন্দরের রানওয়েতে উঠে ল্যান্ডিং গিয়ারের ফাঁকা জায়গায় বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি উড্ডয়ন করলে নামার সুযোগ আর পায়নি সে।
কাবুল থেকে দিল্লির আকাশপথের দূরত্ব প্রায় দুই ঘণ্টা। পুরো যাত্রায় কিশোরটি ল্যান্ডিং গিয়ারের সংকীর্ণ স্থানে বসে ছিল।
পরবর্তীতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে তাকে কাবুলে ফেরত পাঠানো হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

















