শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

টঙ্গীর সাহারা মার্কেটে আগুন: দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে গত ২২ সেপ্টেম্বর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। সবশেষ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেক ফায়ার ফাইটার। এ নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আহত চার জনের মধ্যে তিন জন মারা গেলেন।

নিহত ব্যক্তির নাম খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) ছিলেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়।

এদিকে ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, নাঈমের নামাজে জানাজা দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

গত ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও পরদিন ২৪ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ মারা গেলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম।

সর্বশেষ - আইন-আদালত