সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন। লন্ডনে তার ঘনিষ্ঠ বিএনপি নেতারা জানিয়েছেন, ওমরাহ পালন শেষে তিনি নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।

তাদের বরাত দিয়ে জানা গেছে, তারেক রহমান আগামী ২০ অক্টোবর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরে তৃতীয় সপ্তাহে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির বেশ কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ পালনে আগ্রহ প্রকাশ করেছেন। তবে পরিবারের বাইরে কারা তার সঙ্গে একই ফ্লাইটে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে সৌদি আরবে হজ পালন করেন। সে সময় তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।

সর্বশেষ - আইন-আদালত